![]() |
কল্পেশ্বরের পথে |
বদ্রিনাথ থেকে জোশিমঠ, আউলি ও কল্পেশ্বর | Joshimath , Auli & Kalpeshwar
বদ্রিনাথে দু-রাত কাটিয়ে একই পথে ফিরে চলি। ঠিকই ছিল ফেরার সময় জোশিমঠে একদিন থাকবো। উদ্দেশ্য পৃথিবী বিখ্যাত স্কিয়িং রেঞ্জ আউলি। এখন অক্টোবর মাস। আগেও একবার ডিসেম্বর মাসে আউলি এসেছিলাম। জোশিমঠ থেকে গড়সন বুগিয়াল পর্যন্ত রোপওয়ে করে এই যাত্রা দারুণ রোমাঞ্চকর। আরো রোমাঞ্চকর লাগে উন্মুক্ত চেয়ারে বসে শূণ্যে ঝুলতে ঝুলতে আউলি গ্রাম যেতে। এখানে হনুমান মন্দির আর GMVN-এর থাকার জায়গা আছে এছাড়াও বেসরকারি কিছু রিসর্ট আছে। সড়কপথেও পৌঁছনো যায়, জোশিমঠ থেকে দূরত্ব ১৪ কিমি। আবার ফিরে আসি গড়সন বুগিয়ালে। এখানে একটু সকাল সকাল যেতে পারলে ভালো আর থাকতে পারলে তো আরো ভালো। চোখের সামনে আকাশজুড়ে সব নামী গিরিশিখর----চৌখাম্বা, নীলকণ্ঠ, মানা, কামেট, ঘোড়ি ও হাতি পর্বত, দ্রোনাগিরি, নন্দাঘুন্টি, ত্রিশূল, নন্দাদেবী সহ আরো অনেক নাম না জানা শৃঙ্গ। আর একদিকে ঘন পাইনের বন, নরম সবুজ ঘাসের মখমলি কার্পেট তাতে পাহাড়ি ফুলের জলসা। হালকা জঙ্গলের মধ্যে দিয়ে ১ কিমি মতো হেঁটে গেলে পাডিহার মন্দির। মন্দিরে অনেক লাল-হলুদ কাপড় আর ঘন্টা বাঁধা। জঙ্গলের বুকে রোদ-ছায়ার আঁকিবুকি।
আউলি থেকে জোশিমঠ | Auli to Joshimath
আউলি থেকে জোশিমঠ ফিরে এসে বিকেলে গেলাম নৃসিংহদেবের মন্দির---- শীতকালে বদ্রিনাথ মন্দির বন্ধ হয়ে গেলে, এখানেই স্থাপিত ও পূজিত হন বিষ্ণুদেব। শঙ্করাচার্য প্রতিষ্ঠিত জ্যোতির্মঠে আছে প্রাচীন বটবৃক্ষ, এই বৃক্ষের নীচে বসে আদি শঙ্করাচার্য সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন, তাই এটিকে কল্পবৃক্ষ বলা হয়। আর আছে এক প্রাচীন শিবলিঙ্গ।
উষ্ণপ্রস্রবণের জন্য প্রসিদ্ধ তপোবন | Joshimath Uttarakhand to Tapovan Trek
জোশিমঠ থেকে সকাল সকাল বেরিয়ে পড়ি। উদ্দেশ্য তপোবন। জোশিমঠ থেকে ভবিষ্যবদ্রির পথে যেতে
১৫ কিমি দূরত্ব। সারা যাত্রাপথ জুড়ে সঙ্গ দেবে ধৌলিগঙ্গা ও অপূর্ব নৈসর্গিক শোভা। তপোবন প্রসিদ্ধ উষ্ণপ্রস্রবণের জন্য। মাটির নীচ থেকে সালফারমিশ্রিত জল উঠে আসছে টগবগ করে প্রায় ফুটন্ত। ধোঁয়া উঠছে। এই জলে নাকি অনেক চর্মরোগের উপশম হয়। জোশিমঠ থেকে আউলি হয়ে কুঁয়ারি পাসের ট্রেক পথ। আবার এই তপোবন থেকেও কুঁয়ারি পাস ১৮ কিমি। একদিক দিয়ে গিয়ে অন্যদিক দিয়ে ফেরা যায়। এ পথে আসার আসল লক্ষ্য পথের সৌন্দর্য্য দেখা, গরম জলের কুন্ড উপলক্ষ্য মাত্র।
![]() |
ধ্যানবদ্রি মন্দির |
ধ্যানবদ্রি মন্দির ও কল্পেশ্বর | Kalpeshwar Uttarakhand Trek
অন্যপথে জোশিমঠের ১৪ কিমি আগে হেলং। হেলং থেকে পথ চলে গেছে এক স্বর্গীয় উপত্যকা ঊর্গম। ঊর্গম উপত্যকায় অবস্থিত পঞ্চকেদারের অন্যতম কেদার কল্পেশ্বর। পাঁচটি কেদারের মধ্যে এটির অবস্থান সব থেকে কম উচ্চতায়, ৭,০০০ ফুট। তাই এই মন্দির সারা বছর খোলা থাকে। এখানে মহাদেবের জটা পরেছিল। আগে হেলং থেকেই ১৫ কিমি হেঁটে কল্পেশ্বর যেতে হত। এখন প্রায় পুরোটাই জিপ চলে যায়। হেলং থেকে ন্যায়রি বন চৌকি ১২ কিমি, খুব খারাপ রাস্তা হলেও এই পর্যন্ত গাড়ি পথ। এরপর মাত্র ২ কিমি গ্রামের মধ্যে দিয়ে খুব সহজ আর সুন্দর পথে দেবগ্রাম। ঊর্গম উপত্যকার কোলে গ্রামের ঘরবাড়ি, মন্দির, চাষের খেত----তার পাশ দিয়েই রাস্তা। গ্রামের পথে বিশাল ঘাসপাতার বোঝা নিয়ে আসছেন মহিলারা, গবাদি পশুর খাদ্য। বাচ্চারা, গ্রামের ছেলে মেয়েরা স্কুল যাচ্ছে। মাঝে বারগিন্ডা গ্রামে ছবির মতো ধ্যানবদ্রি মন্দির।
উপত্যকা জুড়ে রামদানার গোলাপি খেত, সবজি খেত, ফুলের গাছ, গাছে গাছে পাখি আর প্রজাপতির ওড়াউড়ি দেখতে দেখতে পৌঁছে গেলাম দেবগ্রাম। এখানে থাকার ব্যবস্থাও আছে। দেবগ্রাম থেকে মাত্র ১ কিমি দূরেই কল্পেশ্বর শিবমন্দির। দেবগ্রাম থেকে অন্য একটি হাঁটা পথ চলে গেছে বংশীনারায়ণের দিকে, দূরত্ব ১০ কিমি। পথের ডানদিকে সবুজ পাহাড়ের গা বেয়ে ঝর্ণা নেমে আসছে। গ্রাম ছেড়ে মাটির পথ হালকা গাছগাছালির মধ্য দিয়ে। এরপর কাঠের সাঁকোর ওপর দিয়ে কল্পগঙ্গা নদী পার হয়ে কয়েকটি সিঁড়ি উঠে গেছে গুহামন্দিরে। গুহার ওপরে মন্দিরের চূড়া বানানো আছে। গুহার ভিতরে পাথরের উঁচু চাতালে কল্পনাথ শিব। বেশ নিরিবিলি স্থান। নিজেদের মনের মতো করে পুজো করা যায়। মন্দিরের বাইরে সাধুবাবা প্রসাদ দিলেন। এবার ফিরে চলি পিপুলকুঠি। ইচ্ছে হলে একটু এগিয়ে চামোলিতেও থাকা যায়। পিপুলকুঠিতে রাতটা কাটিয়ে হরিদ্বারের পথ ধরি। হরিদ্বার থেকে রাতের ট্রেনে বাড়ি। বাড়ি ফিরি আবার নতুন করে পাহাড়ে ফিরব বলে। এক জায়গা থেকে ফিরে আবার আগামীতে অন্য কোনো নতুন পথে চলা।
আমাদের সফরসূচী | Badrinath Dham Uttarakhand Tour Plan
- হরিদ্বার ১ রাত
- রুদ্রপ্রয়াগ ১ রাত
- কনকচৌরি ১ রাত
- বদ্রিনাথ ২ রাত
- জোশিমঠ ১ রাত
- পিপুলকুঠি ১ রাত
কিভাবে যাবেন | How to visit Badrinath Dham via Rudraprayag Uttarakhand
হাওড়া/দিল্লী থেকে ট্রেনে হরিদ্বার। নিকটতম বিমানবন্দর দেরাদুনের জলি গ্রান্ট।
হরিদ্বার/হৃষিকেশ/দেরাদুন থেকে বাসে বা ভাড়া গাড়িতে রুদ্রপ্রয়াগ, জোশিমঠ হয়ে বদ্রিনাথ। বিকেল ৪-টের পর জোশিমঠ পৌঁছলে আর বদ্রিনাথ যেতে দেওয়া হয়না তারপর। পরদিন সকালে যেতে হবে। রুদ্রপ্রয়াগ থেকে ৪০০/৫০০ টাকায় জিপ ভাড়া করে কোটেশ্বর যাওয়া যায় নাহলে হেঁটে। রুদ্রপ্রয়াগ থেকে কনকচৌরি বাস যায় কিন্তু খুবই কম। কনকচৌরি থেকে হাঁটা পথে কার্ত্তিকস্বামী মন্দির। বদ্রিনাথ থেকে মানা অবধি জিপ যায় তারপর হাঁটা পথে বসুধারা। জোশিমঠ থেকে হেলং হয়ে ন্যায়রি বন চৌকি জিপ যায়। হেলং থেকে ন্যায়রি এই ১২ কিমি রাস্তা বেশ খারাপ। ন্যায়রি থেকে দুই কিমি দেবগ্রাম। এখন এই পর্যন্ত গাড়ি পথ। দেবগ্রামে থাকাও যায়। আর দেবগ্রামের আগে বারগিন্ডা গ্রামে আছে ধ্যানবদ্রি মন্দির।দেবগ্রাম থেকে মাত্র এক কিমি হাঁটাপথে কল্পেশ্বর।
কখন যাবেন | Best time to visit Badrinath via Kartik Swami Temple Uttarakhand
বদ্রিনাথ মন্দির মে-অক্টোবর খোলা থাকে। নভেম্বরের পর বরফে রাস্তা বন্ধ হয়ে যায়। রুদ্রপ্রয়াগ, কোটেশ্বর, কার্ত্তিকস্বামী, কল্পেশ্বরের পথ সারা বছর খোলা থাকে।
কোথায় থাকবেন | Hotels in Badrinath Dham
হরিদ্বার, রুদ্রপ্রয়াগে বেসরকারি হোটেল আছে । রুদ্রপ্রয়াগে কালিকম্বলির ধর্মশালা অবস্থানগত দিক দিয়ে সেরা হলেও রক্ষণাবেক্ষণের যথেষ্ট অভাব। কনকচৌরিতে খুবই কম থাকার জায়গা আছে। মায়াদীপ হলিডে হোমে আমরা ছিলাম। বদ্রিনাথ, জোশিমঠে বেসরকারি হোটেল, ধর্মশালা সবই আছে শহর জুড়ে। পিপুলকুঠি, চামোলিতেও বেসরকারি হোটেল আছে। দেবগ্রামে পথিক লজ ছাড়াও আরো এইরকম ৩/৪ টি সাধারণ মানের লজ আছে।
প্রয়োজনীয় দূরত্ব | Distance Between
- হরিদ্বার থেকে দেবপ্রয়াগ ১০০ কিমি | Haridwar to Devprayag 100 k.m.
- হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ ১৬৩ কিমি | Haridwar to Rudraprayag 163 k.m.
- রুদ্রপ্রয়াগ থেকে কনকচৌরি ৪০ কিমি | Rudraprayag to Kanakchauri 40 k.m.
- কনকচৌরি থেকে কার্ত্তিকস্বামী ৩ কিমি হাঁটা পথ | Kanakchauri to Kartik Swami Temple 3 k.m.
- কনকচৌরি থেকে কর্ণপ্রয়াগ ৪২ কিমি | Kanakchauri to Karnaprayag 42 k.m.
- রুদ্রপ্রয়াগ থেকে কর্ণপ্রয়াগ ৩৩ কিমি | Rudraprayag to Karnaprayag 33 k.m.
- কর্ণপ্রয়াগ থেকে নন্দপ্রয়াগ ২০ কিমি | Karnaprayag to Nandprayag 20 k.m.
- নন্দপ্রয়াগ থেকে জোশিমঠ ৬০ কিমি | Nandprayag to Joshimath 60 k.m.
- নন্দপ্রয়াগ থেকে বিষ্ণুপ্রয়াগ ৭৩ কিমি | Nandprayag to Vishnuprayag 60 k.m.
- জোশিমঠ থেকে বদ্রিনাথ ৪২ কিমি | Joshimath to Badrinath Dham 42 k.m.
- হরিদ্বার থেকে বদ্রিনাথ ৩২২ কিমি | Haridwar to Badrinath Dham 322 k.m.
- বদ্রিনাথ থেকে মানা ৩ কিমি | Badrinath Dham to Mana Gram 3 k.m.
- মানা থেকে বসুধারা ৬ কিমি হাঁটা পথ | Mana Gram to Vasudhara Falls 6 k.m. trek
- রুদ্রপ্রয়াগ থেকে কোটেশ্বর ৩ কিমি | Rudraprayag to Koteshwar Cave 3 k.m.
- জোশিমঠ থেকে হেলং ১৪ কিমি | Joshimath to Helang Village 14 k.m.
- হেলং থেকে ন্যায়রি বন চৌকি ১২ কিমি |
- ন্যায়রি বন চৌকি থেকে দেবগ্রাম ২ কিমি
- দেবগ্রাম থেকে কল্পেশ্বর ১ কিমি হাঁটা পথ | Devgram to Kalpeshwar , Uttarakhand 1 k.m.
- হেলং থেকে পিপুলকুঠি ২০ কিমি | Helang to Pipalkoti Village 20 k.m.
আরও পড়ুনঃ নতুন পথে কেদারনাথ