সিঙ্গালীলা জাতীয় উদ্যান | গোর্কে গ্রাম ভ্রমণ | Offbeat destination Gorkhey Darjeeling

দার্জিলিং-সিকিমের সীমান্ত ঘেঁষা গোর্কে গ্রাম (Gorkhey village), প্রাকৃতিক সৌন্দর্য্য অতুলনীয়। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের (Singalila National Park) অন্তর্ভুক্ত বলে, এই গ্রামে থাকার জন্য প্রবেশ মূল্য দিতে হয়। এখান থেকে হাঁটাপথে সামানদেন ২ কিমি। ঘুরে আসতে পারেন আবার সামানদেনেও থাকা যায়। হোমস্টে আছে।

$ads={1}

{tocify} $title={Table of Contents}

Gorkhey

গোর্খে দার্জিলিং জেলার একটি অনন্য সাধারণ উপত্যকা গ্রাম

গোর্কে খোলা গ্রামটির সৌন্দর্য্য আরো বাড়িয়ে তুলেছে, ঠান্ডাও বেশি। আর আছে প্রচুর পাখি। জঙ্গলে ঘেরা অনাবিল প্রকৃতির কোলে নির্জন এক শান্তির ঠাঁই গোর্কে গ্রাম।

আরও পড়ুনঃ দাওয়াইপানি মিনারেল স্প্রিং ভিলেজ

কখনো কখনো শীতকালে তুষারপাতও হয় এই গ্রামে। হাঁটাপথ বলে ঘোড়াই মালপত্র বহনের একমাত্র মাধ্যম। সারাক্ষণ হোমস্টের গা-ঘেঁষে টুংটাং শব্দ তুলে ঘোড়ার আসা-যাওয়া লেগেই আছে। 


Gorkhey homestay

সারা বছর যাওয়া গেলেও আমার মনে হয় গোর্কে গ্রাম (Gorkhey village) যাওয়ার সেরা সময় বসন্ত। ফুল-পাখি প্রজাপতিতে ভরে থাকে এইসময় গোর্কে গ্রাম।

গোর্কে গ্রাম পৌঁছাবো কিভাবে 

শিলিগুড়ি থেকে শেয়ার জীপে জোরথাং, তারপর জোরথাং থেকে আবার শেয়ার জীপে বা গাড়ি ভাড়া করে ভারেং পৌঁছনো যায়। সময় লাগে ৫ ঘন্টা। কারণ শেয়ারে এলে গাড়ি ভরতে সময় লাগে। টানা গাড়ি ভাড়া করে এলে ১ ঘন্টা মতো কম সময় লাগবে। 

ভারেং এ ওইদিন থেকে পরদিনও গোর্কে যাওয়া যায়। নাহলে ভারেং থেকে গ্রামের পথ ধরে হাঁটা শুরু করা যায়। ভারেং থেকে পাথারিয়া অবধি এই ১ কিমি পথ গ্রামের মধ্যে দিয়ে। 

গোর্কে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য 

মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝির মধ্যে এই পথটুকু লালি গুরাসে ভর্তি থাকে। প্রতি বছর গরম পড়ার ওপর ফুল ফোটা নির্ভর করে, পাহাড়ে একটু গরম পড়লে ফুল ফোটা শুরু হয় কিন্তু তারমধ্যে বৃষ্টি হলে আবার ফুল ঝরে যায়। তাই নির্দিষ্ট করে সময়সীমা বলা যায় না। 


Gorkhey

আবার প্রত্যেক বছর একই রকম ফুল হয় না, কোনো বছর কম তো কোনো বছর বেশি হয়। এই একই ব্যাপার সমতলে শিমূল পলাশের ক্ষেত্রেও প্রযোজ্য। 

গোর্কে গ্রামের হাঁটা পথের অভিজ্ঞতা 

পাথারিয়া অবধি এখন গাড়ি যায়।  তাহলে এই ১ কিমি কম হাঁটতে হবে। কিন্তু এই পথেই সব থেকে বেশি রডোডেনড্রন দেখেছিলাম। 

পাথারিয়া থেকে গোর্কে জঙ্গলের রাস্তা। এখান থেকে ৪ কিমি হাঁটা পথ। গোর্কেতে থাকার জায়গা খুবই কম। 

গোর্কে গ্রামের থাকার জায়গা 

আমরা ছিলাম ডেনভার'স গ্যালারিতে ( Denver's Gallery)। আমরা স্পট বুকিং পেয়েছিলাম। তাও বুকিং এর জন্য নিচের এই নম্বরগুলিতে ফোন বা হোয়াটস্যাপ এ যোগাযোগ করা যায়।

Denver's Gallery - Gorkhey 

Phone no:- +919038889767

                      +919166380461

                       +917003482613



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন