বেনারস বা বারাণসী ভ্রমণের কিছু প্রয়োজনীয় তথ্যাবলী
আমরা এবার বেনারস ছিলাম দেব দীপাবলির দিন, আগের দিন এবং পরের দিন। সেই হিসাবে বেনারসের হোটেল সম্বন্ধে কিছু অভিজ্ঞতা হয়েছে, তার ভিত্তিতেই কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি।
(১) Matribhawan Homestay
Phone no:- +916291286082
হাম্পি, বাদামী, কর্ণাটক, দক্ষিণ ভারত ভ্রমণ
মাতৃভবন হোমস্টে
দেব দীপাবলির খুব বেশিদিন আগে আমাদের ঠিক ছিল না যে যাবো। তাই যখন ঠিক হলো প্রায় দু'সপ্তাহ আগে। কোথাও হোটেল ফাঁকা ছিল না আর যা ছিল অনেক রেট। বিশেষ করে প্রাইম লোকেশনের হোটেলগুলি। তখন এই হোমস্টের খোঁজ পাই। হোমস্টে বলতে যা বুঝি তা নয়। থাকা-খাওয়া আলাদাই যেমন হোটেলে হয়। ঘর ভাড়া ১৫০০ টাকা, এসি গিজার সবই আছে। মাত্র ২/৩ মাস হয়েছে এই হোমস্টেটি চালু হয়েছে। তাই সবই নতুন। একদম পরিস্কার পরিচ্ছন্ন বাড়িরই মতো। দেখেই ভালো লাগবে। ছাদে জিম ও আছে। আমরা ৩ জন ছিলাম ১টা ঘর তাই 1BHK রুম নিয়েছিলাম। যদি দুটো ঘর লাগে সেক্ষেত্রে একটা ফ্লোরে 2BHK নিলে ২টি ঘর, ডাইনিং, টিভি, ২টি বাথরুম, রান্নাঘর,বারান্দা সবই আছে। খাওয়াও বেশ ভালো। ওনারাও রান্না করে দেয় ভেজ থালি ১৫০ টাকা, পুরী সবজি ৫০ টাকা। চাইলে নিজেরাও রান্না করা যায়। রান্নাঘরে কেটলি, চা-কফিও থাকে। ঘরোয়া পরিবেশ। যদি কেউ হোটেলে না থেকে কোন বাড়িতে থাকতে চান ভিড় থেকে দূরে সেক্ষেত্রে বেশ ভালো। কোন দরকারী কাজে কিছুদিন থাকতে হলো সেক্ষেত্রে ভালো। সামনেই বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাস।
তবে কমদিনের জন্য বেনারস বেড়াতে গেলে এখানে থাকার একটাই অসুবিধা কারণ এখান থেকে মন্দির/দশাশ্বমেধ রোড ৬ কিমি, অসি ঘাট ৪ কিমি। দশাশ্বমেধ রোড বা কাছাকাছি হাঁটা পথে থাকার যে সুযোগ সুবিধা এখানে থাকলে তা পাবেন না। যারা ৩ দিনের বেশি থাকবেন, একটু ধীরে সুস্থে ঘুরবেন, যেখানে থাকবেন সেখানেই খাবেন, সকাল/সন্ধ্যে মন্দির বা আরতি দেখতে যাবেন তাদের জন্য বেশ ভালো।
তিনদিন বা তার বেশি থাকলে এনারাই একদিন মন্দির যাওয়ার ব্যবস্থা করেন, তার সাথে BHU ক্যাম্পাস ও আশেপাশের মন্দিরগুলি ঘুরিয়ে দেন। অসি ঘাটে ভোরের আরতি /subha-e-benaras দেখার জন্যও এই জায়গাটা থাকার জন্য ভালো। সঙ্গে গাড়ি থাকলে বা বাইক/স্কুটি নিয়ে ঘোরার ক্ষেত্রেও এখানে থাকা যায়। বাইক/স্কুটির জন্য হোটেল owner আনন্দ জির সাথে কথা বলে নেবেন।
আমরা এখান থেকেই গাড়ি নিয়েছিলাম সারনাথ, রামনগর ফোর্ট, চুনার ঘোরার জন্য। ভাড়া সারাদিনের জন্য ২০০০ টাকা।
নতুন পথে কেদারনাথ | New Route To Kedarnath
(২) Vishnu Rest House
Bangali Tola
Phone no:- +917668256414
বিষ্ণু রেস্ট হাউস
এখানে আমরা ১৪ আর ১৬ ই নভেম্বর দুদিন ছিলাম। নন-এসি ঘর ১৫০০-১৮০০ টাকা। বেসিক ফেসিলিটি রুম। তবে পুরনো বাড়ি বলে ঘরগুলি ঠান্ডা পরিস্কার-পরিচ্ছন্ন। আর ঘর থেকে বেরোলেই গঙ্গা দেখতে পাবেন। এই হোটেলের সব থেকে বড়ো প্লাস পয়েন্ট এটাই। এসি ভিউ ফেসিং ঘর ৩,০০০ টাকা। দেব দীপাবলির দিন নন-এসি ঘর ৫০০০ ছিল আর এসি ভিউ ফেসিং ঘর ১০,০০০ টাকা। এখানে হোটেল অবধি গাড়ি পৌঁছয় না, হেঁটে আসতে হবে বেশ কিছুটা ১০ মিনিট মতো। যেহেতু অনেক গলি আছে। আমার মনে হয়েছে বেনারসের বেশিরভাগ গঙ্গার ধারের হোটেলগুলোই তাই। পুরোটা গাড়ি যাবে না কারণ সরু গলি দিয়ে গিয়ে হোটেলে পৌঁছতে হবে। তবে কিছু তো ব্যতিক্রম থাকতেই পারে। হোটেল থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে সোজা ঘাটের কাছে নেমে যাওয়া যায়। তারপর হেঁটে গেলেই পর পর ঘাট এইভাবে ১০ মিনিটে দশাশ্বমেধ ঘাট, ঘাট থেকে সিঁড়ি দিয়ে উঠে মেইন রাস্তা ধরে কিছুটা এগোলেই মন্দির। মানে বিশ্বনাথ গলি। আর রাস্তা ধরে সোজা চলে গেলে দোকানপাট, গোধূলিয়া মোড়। বিষ্ণু রেস্ট হাউসের খাবার মোটামুটি, দাম বেশি। ছাদ থেকেও গঙ্গার ভালো ভিউ পাওয়া যায়। বসেও থাকা যায়। কিন্তু ভীষণ বানর । এখানে সর্বত্রই তাই। আমি এক-দু বার ছাদে ছবি তুলতে গিয়েছিলাম কিন্তু এমন তাকাচ্ছিলো যে ভয়ে আর যাইনি। এর আগেও বানরের দুস্টুমির সাথে অভিজ্ঞতা আছে। একবার দেওঘরে বাস থেকে নামার সঙ্গে সঙ্গেই কিছু বোঝার আগে কেউ হাতে ছোলা ধরিয়ে দিল আর মাথায় বানর উঠে বসে পড়েছিল। এতো দ্রুত ঘটনাটা ঘটেছিলো কিছু বোঝার আগেই! একবার হরিদ্বারে মনসা পাহাড়ে আমার মেয়ে তখন খুবই ছোট, সোয়েটার ধরে ঝুলে পড়েছিল এরকম টুকটাক আরো ঘটনা আছে।
এবার যে হোটেলগুলির কথা বলবো আমরা থাকিনি শুধু কথা হয়েছিল আর বেনারস ঘুরতে ঘুরতে চোখে পড়ছিল সেই ভিত্তিতেই বলবো।
(৩) Hotel Alka (হোটেল অলকা )
বেশ জনপ্রিয় হোটেল। হোটেল থেকে গঙ্গা দেখা যায়। ভালো লোকেশন। তবে হোটেল অবধি গাড়ি যায় না।
ভাড়া এসি রুম :- ২৫০০/৩০০০
(৪) হোটেল MRK :- দশাশ্বমেধ রোডে। মন্দির হাঁটা পথ।
(৫) prakash Lodge (প্রকাশ লজ ):- দশাশ্বমেধ ঘাট থেকে সিঁড়ি দিয়ে উঠেই এই হোটেল।
Phone no :-
9918040680
7007629237
(৬) Ganapati Guest House ( গণপতি গেস্ট হাউস )
এটি মীর ঘাটে। ঘর বা বারান্দা থেকে ভালো ভিউ। এখানে বোধহয় হোটেল অবধি গাড়ি আসে।
(৭) Hotel Sahu (হোটেল সাহু )
দশাশ্বমেধ রোড
Phone no :- 9453222931
(৮) হোটেল সীতা
Phone no :- 7081417778
(৯) Hotel Shivratri Guest House (শিবরাত্রি গেস্ট হাউস )
Phone no :- 8004767882
(১০) Hotel Rudraksh Villa (রুদ্রাক্ষ ভিলা )
Phone no :- 9532547899
(১১) Bhadrakali Guest House (ভদ্রকালী গেস্ট হাউস )
Phone no :- 5422454104
(১২) Aadiyogi Residency, Sonarpura (আদিযোগী রেসিডেন্সি)
Phone no:- 9958597595
এখানে কথা বলে ভালো লেগেছিল কিন্তু ঘর ছিল না। ঘর ভাড়া ১২০০ থেকে শুরু।
(১৩) Viswa Deva Atithi Griha (বিশ্ব দেব অতিথি গৃহ )
Phone no:- 9580110340
বেশ ভালো রিভিউ গুগুলে, তবে মন্দির থেকে ২ কিমি দূরে। ভাড়া ১৫০০ থেকে শুরু।
(১৪) Om Kutir Home Stay (ওম কুটির হোমস্টে )
Nathu Sha Bramhapuri, Narad Ghat, Pandey Haveli
Phone no:- 0542-4082085 ; 8840069036
ঘর ভাড়া :- ১০০০ টাকা
(১৫) Aditya Inn (আদিত্য ইন )
গোধূলিয়া মোড়ের কাছে। এখানে নীচে একটা রেস্টুরেন্ট আছে বেশ ভালো।
(১৬) বাঙালী খাবারের জন্য দশাশ্বমেধ বোর্ডিং হাউস প্রসিদ্ধ। এখানে থাকাও যায়। বিশ্বনাথ গলিতে, ২ নং গেট।
বারাণসী কাশী বেনারস
১৪, ১৫, ১৬ ই নভেম্বর, ২০২৪